UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির অভিযানে মাদকসহ ৯ বিক্রেতা আটক

ঊষার আলো
জুন ১১, ২০২১ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৯ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। শুক্রবার(১১জুন) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯ জন গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪০পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সোনাডাঙ্গা নবপল্লী এলাকার রফিকুল ইসলাম হাসিব(২০), ইসলাম কমিশনারের মোড় এলাকার খোকন তালুকদারের ছেলে মোঃ আকাশ তালুকদার(২১), খালিশপুর নয়াবাটি বড়বাড়ী এলাকার মৃত জিয়ার ছেলে রেদোয়ান বাবু ওরফে চুয়া(১৯), খালিশপুর নয়াবাটি এলাকার মৃত আশরাফ হাজরার ছেলে রুবেল হাজরা (৩৫), একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মোঃ শামীম মৃধা(২১), হোগলাডাঙ্গা এামের মৃত রসুল শেখের ছেলে এমদাদুল শেখ ওরফে কালাচাঁদ(৩৩), পুটিমারী রেলব্রীজ সড়কস্থ মোজাম্মেল খাঁর ছেলে মোঃ নীরব আহমেদ ওরফে নয়ন(২৪), রূপসা বাগমারা মৃত: মহসিন শেখের ছেলে মোঃ হাবিবুর রহমান(২৪) এবং খুলনা থানাধীন শামছুর রহমান রোড বাইতিপাড়া এলাকার আক্কাস শেখের ছেলে মোঃ রাব্বী(২১)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)