UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেএমপির মাদকবিরোধী অভিযান : ইয়াবা ও গাঁজাসহ আটক ৬

ঊষার আলো
জুন ১৭, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ২শ’ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবসহ ৬ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মাহানগর পুলিশ। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুন) কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা থানাধীন বিকে ইষ্ট লেন বড় মসজিদ এলাকার রেজাউল মোল্যার ছেলে সজল আহম্মেদ(২২), মুন্সিপাড়া ১ম গলির মেলাল করিম খানের ছেলে তকি করিম খান(২২), টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বারেক হাওলাদারের ছেলে মোঃ রনি (৩০), রূপসা বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ তপন বেপারী(৩০) এবং লবনচরা সাচিবুনিয়া বাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৮) ও সোনাডাঙ্গা গোবরচাকা মোল্লা বাড়ী মোঃ হান্নানের ছেলে আব্দুল করিম(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)