খুলনায় কেএমপি ডিবি পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইট(৪৪)কে গ্রেফতার করেছে। আজ শুক্রবার ( ২৪ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে তাকে আটক করা হয়। সে খালিশপুর থানাধীন এলাকার বাসিন্দা কাজী খেলাফত হোসেনের পুত্র।
কেএমপি ডিবি পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে আজ শুক্রবার সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইটকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় একাধিক মামলা রয়েছে। সে কেএমপি’ র তালিকাভুক্ত সন্ত্রাসী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে।