ক্রীড়া ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচটির জয় ছিল আইপিএলে কলকাতার ১০০তম জয়। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত হতাশ করেছে দলটি।
মুম্বাই জুজু কাটিয়েই উঠতে পারল না কলকাতা নাইট রাইডার্স। পুরো ম্যাচ দাপুটে খেলেও শেষ দুই ওভারে নিষ্প্রভ হয়ে হাতের নাগালে থাকা ম্যাচ শেষ পর্যন্ত হেরে বসেছে দলটি। এতেই দলের ওপর ক্ষেপে গিয়েছেন মালিক শাহরুখ খান। এতে সরাসরিই নিজের অসন্তোষের কথা জানিয়েছেন তিনি।
চেন্নাইয়ে টস জিতে আগে বোলিং করতে নেমেছিল কলকাতা। দলটির পক্ষে সবচেয়ে কিপটে বোলিং করেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ ওভারে ২৩ রান খরচ করে নেন ১টি উইকেট। আন্দ্রে রাসেল মাত্র ২ ওভার বোলিং করেই পেয়ে যান ৫টি উইকেট। নিজের ৩৫০তম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
তবে, এমন হারের পরে ফ্র্যাঞ্চাইজি মালিক নাখোশ হওয়ায় তো স্বাভাবিক। আর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ কলকাতার ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, ‘হতাশাজনক পারফরম্যান্স, কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’
(ঊষার আলো-এমএনএস)