ঊষার আলো রিপোর্ট : মিষ্টি ও বিরিয়ানি দোকানের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটী বাজারের ১০টি দোকান ও ২টি বাসা।
শুক্রবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুনে সব শেষ হয়ে গেছে। আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মহাজনের গোডাউনসহ ১০টি দোকান ঘর ও দোকান সংলগ্ন ২ টি বাসা পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
দলপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন মিয়া জানান, মিষ্টি ও বিরিয়ানি দোকানের চুলোয় লাকরি শুকানো থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৪/৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ইউএনও ইমদাদুল হক তালুকদার, ওসি মিজানুর রহমান ও পিআইও আজিজুর রহমান ঘটনাস্হল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ টাকা দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, স্হানীয়রা ও ফায়ার সার্ভিস চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঊষার আলো-এসএ