UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে বিআরটিএ ওপাসপোর্ট অফিসে ৫২ দালাল গ্রেফতার

ঊষার আলো
সেপ্টেম্বর ৫, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় এবং পাসপোর্ট অফিসে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত অভিযানে বিআরটিএ অফিস থেকে ৩৬ এবং পাসপোর্ট অফিস থেকে ১৬ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, কেরানীগঞ্জের বিআরটিএ কার্যলয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ি রেজিস্ট্রেশনের কাজ করতে আসা সাধারণ নাগরিকদের টার্গেট করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি দালাল চক্র। ওই অভিযোগের প্রেক্ষিতে দুপুর থেকে এ অভিযান শুরু হয়।

এদিকে, কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে আসা সাধারণ নাগরিকদের পাসপোর্ট করার কথা বলে টাকা হাতিয়ে নেওয়া দালাল চক্রের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

 

(ঊষার আলো-আরএম)