UsharAlo logo
শুক্রবার, ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) গিয়াস উদ্দিন খান (৮০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

গিয়াসের বাবার নাম মফিজ খান। তার হাজতি নম্বর ১২১৫৯/১৯।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী আহসান হাবীব বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের নির্দেশে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মামলার বিবরণ জানা যায়নি।

ঊষার আলো-এসএ