কেশবপুর, (যশোর) প্রতিনিধি : কেশবপুরের বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত বাংলা বিষয়ের শিক্ষক, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমদাদ আলী মোড়ল (৬৮) রোববার দিনগত রাত সাড়ে আটটায় খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি হার্টের সমস্যজনিত কারণে ভুগছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
সোমবার কেশবপুর উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন-এর উপস্থিতিতে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। মরহুমের জানাযার নামাজ জোহরের নামাজ বাদ ঘাঁঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার পর নিজ গ্রাম পাঁচারই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা পড়ান মাওলানা আব্দুল ওহাব। মৃত্যুকাল তিনি দুইটি ছেলে, এক মেয়ে, বহু ছাত্র-ছাত্রী, ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হোসেন আজাদ, পৌর বিএনপি’র আহবায়ক, সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, কেশবপুর উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির যুগ্ন-আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল লতিফ, মাস্টার আব্দুল ওহাব, আজগর আলী মোড়ল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ প্রমূখ।