UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে স্বেচ্ছাসেবক  লীগের কর্মী সমাবেশ

koushikkln
মার্চ ৯, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠে বুধবার সন্ধ্যায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অাব্দুল গফুর গফফারের সভাপতিত্বে এবং মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শেখ অাসাদুজ্জামান অাসাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান সরদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবাহান গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাস্টার আব্দুল ওহাব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, আনছার আলী, মাগুরখালী বাজার কমিটির সভাপতি মোস্তফা কামাল লিটন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগ সদস্য আবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম, সদস্য আব্দুর রাজ্জাক, ইউছুপ খান, মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক কিশোর দেবনাথ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান মাহফুজ প্রমূখ।
সমাবেশে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আলী ও আমিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে প্রত্যেক ওয়ার্ড থেকে ৪১ সদস্য বিশিষ্ঠ মঙ্গলকোট ইউনিয়নে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।