UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে গণিত প্রশিক্ষণার্থী শিক্ষকদের  মাঝে সনদ বিতরণ

koushikkln
মার্চ ১৬, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে গণিত বিষয়ে প্রশিক্ষণ নেওয়া ৩০ জন প্রশিক্ষণার্থী শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) বিকেলে প্রতিষ্ঠানের হলরুমে প্রশিক্ষণার্থী শিক্ষকদের ওই সনদ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণিত বিষয়কে সহজভাবে উপস্থাপন ও আনন্দে শেখানোর কৌশল শেখানো হয়েছে। প্রশিক্ষার্থী শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্ট্রাক্টর রবিউল ইসলাম। প্রশিক্ষক ছিলেন, উপজেলার বড়েঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমিলা দেবনাথ ও চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ।
এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক রবিউল ইসলাম বলেন, উপজেলার ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা ২১০ জন গণিত শিক্ষককে নিয়ে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে ৬ দিনের প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজভাবে ও আনন্দে গণিত শিখতে পারবে।