UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে পাঁজিয়ায় চারদিনব্যাপী বইমেলার উদ্বোধন

koushikkln
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : যশোর কেশবপুরের ঐতিহ্যবাহী পাাঁজিয়ায় শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। সুভেচ্ছা বক্তব্য রাখেন, পাঁজিয়া বই মেলা উদযাপন কমিটির সভাপতি জাকির হোসেন লাল্টু। স্বাগত বক্তব্য রাখেন, বইমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান জয়।
উদ্বোধন অনুষ্ঠানের পাাঁজিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জসীম উদ্দীন-এর সভাপতিত্বে এবং রিয়াজ উদ্দীন ও আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা পাবলিক কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মলিন কুমার বসু, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
মেলার মাঠে বিভিন্ন বই এর স্টল, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতি অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন থাকছে সাহিত্য কর্ম নিয়ে বিশিষ্ট কবি সাহিত্যিক ও গুণিজনদের আলোচনা।