UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কেশবপুরে স্বেচ্ছা সেবকলীগের বর্ধিত সভা

usharalodesk
অক্টোবর ২৬, ২০২১ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি : সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ কেশবপুর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সংগ্রামী আহবায়ক, সাবেক ছাত্রলীগ নেতা ও আসন্ন ৫নং মঙ্গলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল গফুর গফফার।

কেশবপুর পৌর আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবু হাসানের উপস্তাপনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৯ নং ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। ৫ নং মঙ্গলকোট ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য আমি আব্দুর রাজ্জাক, স্বেচ্ছা সেবকলীগের পৌর আহবায়ক আবুল বাশার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মঙ্গলকোট ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, নব্বইয়ের স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলন এবং ছিয়ানব্বইয়ে খালেদা জিয়া সরকার হটাও আন্দোলনসহ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড, কেশবপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সুযোগ্য আহ্বায়ক, সৎ শিক্ষিত পরিছন্ন রাজনীতির প্রিয়মুখ, সমাজসেবক জননেতা আব্দুল গফুর গাফ্ফার (বি এ)।

 

(ঊষার আলো-আরএম)