কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি উপজেলার ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৯ ডিসেম্বর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার ৩টি পদে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য ১১টি ইউনিয়ন থেকে ৫৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন ৬০ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ১২৪ জন ও সাধারণ মেম্বর পদে ছিলেন ৪০২ জন।
রোববার (১৯ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ছিল। এদিন বিকেল পর্যন্ত পর্যন্ত ৩টি পদে ২১ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে ইউপি চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা মেম্বর পদে ২ জন ও সাধারণ মেম্বর পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ৩ নম্বর মজিদপুর ইউনিয়নে আব্দুল হালিম; ৪ নম্বর বিদ্যানন্দকাটি ইউনিয়নে ফারুক হোসেন ও আলমগীর হোসেন, ৫ নম্বর মঙ্গলকোট ইউনিয়নে মাসুদুজ্জামান, ৬ নম্বর কেশবপুর ইউনিয়নে মফিজুর রহমান, সিরাজুল ইসলাম ও আবু নাইম, ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়নে রিয়াজুল ইসলাম লিটন, ৮ নম্বর সুফলাকাটি ইউনিয়নে মাহাবুবুর রহমান, ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নে সামছুদ্দীন দফাদার ও ১১ নম্বর হাসানপুর ইউনিয়নে মনিরুজ্জামান।
এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন কেশবপুর সদর ইউনিয়নে মিসেস আছিয়া আক্তার ও পাঁজিয়া ইউনিয়নের কাকলী মন্ডল।
ইউপি সদস্য পদে ত্রিমোহিনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, মজিদপুর ইউনিয়নে আজিজুর রহমান ও সোহরাব হোসেন; মঙ্গলকোট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম, কেশবপুর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রাজ্জাক, পাঁজিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধন মন্ডল, সুফলাকাটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহন মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা বজলুর রশিদ বলেন, কেশবপুর উপজেলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২ জন ও মেম্বার পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আজ সোমবার (২০ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করা হবে।