UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেসিসি’র উদ্যোগে সড়ক ও ফুটপথ দখলদারদের উচ্ছেদ অভিযান : জরিমানা প্রদান

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী নগরীর খালিশপুর থানা এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপথ থেকে দখলদারদের অপসারণ কার্যক্রম পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অবৈধ দখল অপসারণকালে চরেরহাট মেইন রোডে সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখার অপরাধে কাজী মনিরুজ্জামান-কে ২ হাজার টাকা, বিআইডিসি রোডে জ¦ালানী কাঠ রাখার অপরাধে ইমন শিকদার-কে ২ হাজার ৫’শ টাকা এবং সড়কের উপর মটর সাইকেল মেরামত করার অপরাধে রফিকুল ইসলাম-কে ১ হাজার ৫’শ টাকা  জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া অভিযানকালে চরেরহাট, আলমনগর ও পিপলস গোলচত্বর এলাকার অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি ও খালিশপুর থানার পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

ঊ-আ/ এইচআর