UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ২

pial
এপ্রিল ১৪, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। আরও আহত হয়েছেন চারজন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার আখ সেন্টার পাড়ার ফিরোজ হোসেনের ছেলে জীবন হোসেন (২০) এবং একই উপজেলার এলাঙ্গী গ্রামের বাবু তালেপের ছেলে আক্তার হোসেন (১৮)। এছাড়া জানা যায়, সাব্বির হোসেন (২০) ও সোহাগ হোসেনের (২০) অবস্থা আশঙ্কাজনক।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল গ্রুপের নেতৃত্বে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং অপর গ্রুপের নেতৃত্বে দেন কোটচাঁদপুর বিদ্রোহী পৌর মেয়র শহিদুজ্জামান সেলিমের ভাই শাহিন মিয়া। এটা নিজেদের মধ্যে ঘটনা ঘটেছে, তবে দোষী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।

(ঊষার আলো-এফএসপি)