UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ঢাবিতে

ঊষার আলো ডেস্ক
জুলাই ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে উত্তজনা বিরাজ করছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টা থেকে ১টার দিকে তারা অবস্থান নেওয়া শুরু করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেনসহ ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।

এদিকে বিকেল সাড়ে ৩টায় ঢাবির মধুর ক্যান্টিনে জড়ো হন ছাত্রলীগের নেতাকর্মীরা। সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অনেক বিনয়ের পরিচয় দিয়েছি। এখন মোকাবিলা করবো। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিকেল ৩টা ৫ মিনিটে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। বিকাল ৩টার পরপর তারা মিছিল শুরু করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে জড়ান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকজন আহত হন।

এর আগে দুপুর  আড়াইটায় রাজধানীর ইডেন মহিলা কলেজে কোটাবিরোধী আন্দোলনকারী এক ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। আহত ওই শিক্ষার্থী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ হয়। এর ধারাবাহিকতায় আজ দুপুরে আবার বিক্ষোভ ডাকেন তারা।