UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোটা আন্দোলনে সহিংসতা, হত্যাকাণ্ডে জঙ্গিরা: প্রধানমন্ত্রী

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্পে হামলা চালিয়েছে।’

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জঙ্গিরা সহিংসতা ও হত্যাকাণ্ড চালিয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। দাবি মানার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কী যৌক্তিকতা আছে?’

তিনি বলেন, ‘কোটা ইস্যুকে কেন্দ্র করে এমন সহিংসতা, হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। তারা একদিকে যেমন মানুষ মেরেছে, অন্যদিকে মানুষকে সেবা দেয়া জিনিসের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।’

নিজের সংগ্রামের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমার চলার পথ সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি।’

তিনি আরও বলেন, ‘দেশে ফিরে এসে বারবার ঘাতকের হুমকি ও মৃত্যুর মুখে দাঁড়িয়েছি। যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে বহু চাপ ও হুমকি এসেছে।

‘আজকের তরুণ প্রজন্ম যাদের বয়স ২০ বছর, তারা কল্পনাও করতে পারবে না কেমন ছিল আওয়ামী লীগের আগের বাংলাদেশ।’