UsharAlo logo
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কোটা বাতিলের আন্দোলনে অচল বরিশাল নগরী

usharalodesk
জুলাই ১৪, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল নগরীর প্রধান প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর রোডের কাকলীর মোড়ে এ অবরোধ করেন সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় পুরো নগরীতে যানজট আটকে অচলাবস্থা দেখা দেয়।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো— মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক।

ঊষার আলো-এসএ