কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। এরপরই পর্দা উঠবে আইপিএলের। কুড়ি কুড়ির মারকাটারি সংস্করণের শুরুর দিনে বিশাল আয়োজন। কলকাতার ইডেন গার্ডেন্সে বসবে তারার মেলা। শাহরুখ থেকে শুরু করে হালের যত অভিনেতা আসবেন প্রায়, কেউ পারফর্ম করবে। জমজমাট সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ টিভিতে। স্পোর্টজেডএক্স অ্যাপেও উপভোগ করতে পারবেন।
আইপিএলের পর্দা ওঠার দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় বসবে অনুষ্ঠান। বিস্তর আয়োজনের পর্বটি চলবে প্রায় এক ঘণ্টা। এরপর রাত আটটায় শুরু হবে প্রথম ম্যাচ। এদিন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মোকাবেলা করবে কলকাতা নাইট রাইডার্স।
বলিউডের এক ঝাঁক তারকা আসবেন কলকাতার ইডেন গার্ডেন্সে। ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, শাহরুখ খান তার দল কেকেআরকে সমর্থন করতে উপস্থিত থাকবেন। সালমান খান তার সিনেমা ‘সিকন্দার’ প্রচার করতে আসছেন। এছাড়াও প্রিয়ঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় দত্ত এই ইভেন্টে উপস্থিত থাকবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, করিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা, সারা আলি খান। আমেরিকান পপ ব্যান্ড ওয়ানরিপাবলিক (OneRepublic) এর নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে এদিন গাইবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল। পারফর্ম করবেন করণ অউজলা, দিশা পাটনী, শ্রদ্ধা কাপুর এবং বরুণ ধাওয়ান। ওয়ানরিপাবলিক ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটনীর সঙ্গে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।
শিরোপা সামনে রেখে এবার লড়াই ১০ দলের। গ্রুপ পর্ব, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে খেলা হবে মোট ৭৪টি ম্যাচ। ভেন্যু হিসেবে থাকছে ১৩টি মাঠ। ২২ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের পর্দা নামবে ২৫ মে।
ঊষার আলো-এসএ