UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো দল নিয়ে ‘দুর্বল’ বা ‘ছোট’ শব্দ ব্যবহার করতে চান না সোহান

pial
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রস্তুতি ক্যাম্পের শুরুটা বাংলাদেশেই হয়েছিল, তবে বৃষ্টির বাধায় করা যায়নি ঠিকঠাক। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ১ সপ্তাহের ক্যাম্প করতে বাংলাদেশ দল গিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

এছাড়া দেশটির বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ম্যাচগুলো নিয়েছে বাংলাদেশ। তবে আমিরাতের মতো দুর্বল প্রতিপক্ষ, জিতলে মিথ্যা আত্মবিশ্বাস হবে কি না এ নিয়ে আলোচনা চলছে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহান কাউকে ছোট দল বলতেই চান না।

আমিরাত থেকে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথমত আমি কোনো দল দুর্বল বা ছোট এই শব্দটা কখনোই ব্যবহার করতে চাই না। তারা যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে, কাজে তারা ক্যাপেবল। টি-টোয়েন্টিতে আপনি দেখবেন যারা যেদিন ভালো খেলে ফল তাদের পক্ষেই আসে। অবশ্যই ভালো খেলা ছাড়া আমাদের আর কোনো ওয়েও নাই। আর আমরা চেষ্টা করব আমাদের প্রসেসটা ধরে রেছে ভালো ক্রিকেট খেলতে। ’

দলের কম্বিনেশন নিয়ে জানতে চাইলে সোহান বলেন, ‘আসলে নির্দিষ্ট করে কারো নাম নিতে চাচ্ছি না কালকে যেহেতু ম্যাচ হবে। অবশ্য আমাদের সেরা কম্বিনেশন নিয়েই মাঠে নামার চেষ্টা করব। সামনে আমাদের নিউজিল্যান্ড এবং বিশ্বকাপ রয়েছে আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। এ ম্যাচেও ওটাই ফলো করার চেষ্টা করব। ’

(ঊষার আলো-এফএসপি)