UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোপা আমেরিকার শিরোপা মেসির হাতে

usharalodesk
জুলাই ১১, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবশেষে কোপা আমেরিকার শিরোপাটাও হাতে তুলে নেয়ার সুযোগ পেলেন লিওনেল মেসি। ২১তম মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্দান্ত ১ গোলে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার নিশ্চিত জয় হলো। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ১ম কোনো শিরোপা হাতে তুলে নিতে পারলেন মেসি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং একই সাথে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতলেন গোল্ডেন বুট। চারটি গোল করার পাশাপাশি পাঁচটি অ্যাসিস্টও করেছেন মেসি।

গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার হাতে নেয়ার সময় মেসির মুখে ছিল হাসি। ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জিতেছিলেন আর্জেন্টিনা। এরপর দীর্ঘ ২৮ বছর পার হয়ে গেছে কিন্তু আর্জেন্টিনার হাতে শিরোপা ওঠেনি।

২০০৭ সালেও মেসি খেলেছিলেন কোপা আমেরিকার ফাইনাল। ওই বার ব্রাজিলের কাছে হেরেছিলেন ৩-০ গোলে। তারপর ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি। ১৪ বছর পর কোপার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে আর বঞ্চিত থাকতে হয়নি মেসিকে। ডি মারিয়ার ১টি গোলে চ্যাম্পিয়ন হয়েই বিজয়ী দলের অধিনায়ক হিসেবে শিরোপা হাতে তুলে নিতে পারলেন লিওনেল মেসি।

(ঊষার আলো-আরএম)