UsharAlo logo
সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিশিল্ডের ১ম ডোজ নেওয়ার ২ মাস পর ৯৭ শতাংশ অ্যান্টিবডি

usharalodesk
মে ১৩, ২০২১ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা প্রতিরোধী টিকা কোভিশিল্ড নেওয়ার ২ মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
১২ মে বুধবার আইইডিসিআরের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, কোভিশিল্ডের ১ম ডোজ নেওয়ার ১ মাস পর ৯২ শতাংশ এবং ২ মাস পর ৯৭ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এতে আরও বলা হয়েছে, যারা করোনায় আক্রান্ত হয়েছে এবং টিকা নিয়েছে তাদের শরীরে ৪ গুণ বেশি অ্যান্টিবডি পাওয়া গেছে।
টিকার ১ম ও দ্বিতীয় ডোজ নেওয়া ১২০ জনের তথ্য বিশ্লেষণ করে আইইডিসিআর এই ফলাফল প্রকাশ করেছে।
অন্যান্য অসুস্থতা থাকা বা না থাকার সঙ্গে অ্যান্টিবডি তৈরির কোনো পার্থক্য পরিলক্ষিত হয়নি বলেও জানিয়েছেন সংস্থাটি।
সংস্থাটি আরও বলেছেন, এই গবেষণায় দেশের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়া ৬ হাজার ৩০০ জনের তথ্য পর্যালোচনা করা হবে। গবেষণা চলছে এবং এটি ২ বছর চলবে।

(ঊষার আলো- এম. এইচ)