UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কোয়ার্টার ফাইনালেও অনিশ্চিত মেসি

ঊষার আলো ডেস্ক
জুলাই ৪, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুক্রবার (৫ জুলাই) টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচেও অনিশ্চিত আলবিসেলেস্তেদের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন স্কালোনি। এই সময় মেসিকে নিয়ে তিনি বলেন, ‘লিওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অপেক্ষা করব। শেষ পর্যন্ত সে (মেসি) খেলতে না পারলে আমাদের বিকল্প ভাবতে হবে। সেক্ষেত্রে লাউতারো (মার্টিনেজ) এবং জুলিয়ান (আলভারেজ) একসঙ্গে শুরুর একাদশে থাকতে পারে।’

মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে জানিয়ে স্কালোনি আরও বলেন, ‘লিও না খেললে পরিস্থিতি বদলে যায়। আমরা তাকে একাদশে রাখার চেষ্টা করব। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এবং তাকে সময়ও দেওয়া হবে। তার সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেওয়া হবে।’

কোপার এবারের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতেই কোয়ার্টার ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে দুশ্চিন্তার বিষয় মেসির ইনজুরি। চোটের কারণে তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি মেসি।