UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোস্টগার্ড কর্তৃক গাঁজাসহ আটক ১

koushikkln
জানুয়ারি ২৫, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এক প্রেস বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জানানো হয়, গত সোমবার (২৪ জানুয়ারি) আনুমানিক ৩টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার অন্তর্গত তারানীপুর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার তারানীপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র মোঃ আঃ হাকিম (৩৩)।
জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।