UsharAlo logo
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যামেরুনে ভূমিধসে নিহত অন্তত ১৪

pial
নভেম্বর ২৮, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্যামেরুনে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছেন উদ্ধারকারীরা।

রোববার (২৭ নভেম্বর) দেশটির রাজধানী ইয়াউন্ডেতে এই ঘটনা ঘটে। দেশটির মধ্যাঞ্চলীয় গভর্নর পল বিয়া জাতীয় সম্প্রচার মাধ্যম সিআর টিভিকে এই কথা জানান।

পল বিয়া বলেন, ‌আমরা ১০ জনের লাশ পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৪ টি লাশ সরিয়ে নেন হতাহতদের স্বজনরা। গুরুতর আহত এক ডজন মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, রাজধানী ইয়াউন্ডের ডামাস এলাকায় ভূমিধসের এ ঘটনাটি ঘটে। এটি একটি বিপদজনক এলাকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

(ঊষার আলো-এফএসপি)