ক্রিকেটে নতুন করে ইতিহাস গড়ল ওমান। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে এই নজির গড়ে ওমান। ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এই নজির গড়ে স্বাগতিকরা।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা দুই ম্যাচে স্পিনার দিয়ে প্রতিপক্ষদের অলআউট করা একমাত্র দল ওমান। ওয়ানডে ম্যাচের এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার পেসার বা ফাস্ট বোলার ব্যবহার না করার রেকর্ডটাও এখন মধ্যপ্রাচ্যের দেশটির।
মাসকাটে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর নবম রাউন্ডে স্বাগতিক ওমানের সঙ্গে খেলছে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। গত রোববার এই রাউন্ডের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে এবং গতকাল পঞ্চম ম্যাচে নামিবিয়াকে ২ উইকেটে হারিয়ে দেয় ওমান। দুটি ম্যাচই ছিল লো–স্কোরিং।
বুধবার যুক্তরাষ্ট্রের সব কটি উইকেট নেন ওমানের চার স্পিনার। বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ নেন সর্বোচ্চ ৪ উইকেট। অফ স্পিনার জয় ওদেররা নেন ৩ উইকেট। লেগ স্পিনার সময় শ্রীবাস্তব নিয়েছেন ২ উইকেট, বাঁহাতি স্পিনার ওয়াসিম আলীর শিকার ১ উইকেট।
গতকাল রোববার নামিবিয়ার বিপক্ষে একবারের জন্যও পেসারদের বোলিংয়ে আনেননি ওমানের অধিনায়ক যতীন্দর। দুই পাশ থেকে লাগাতার স্পিনারদের হাতে বল তুলে দিয়েছেন। তাদের দিয়ে নামিবিয়াকে অলআউট করতে ওমানের লেগেছে ৩৩.১ ওভার। ওমানের পাঁচ স্পিনার নামিবিয়ার ১০ উইকেট শিকার করেন।
ঊষার আলো-এসএ