UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খরচ কমাতে সফরে খেলোয়াড় সংখ্যা কমানোর পরিকল্পনা বিসিবি’র

pial
জুন ৩, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : আন্তর্জাতিক বাজারে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। বিমান ভাড়া থেকে হোটেল খরচ সবকিছুই। সাথে ক্রিকেটারদের দৈনিক ভাতাও। কোভিড পরিস্থিতির কারণে শেষ ২ বছর বিশাল বহর নিয়ে সফর করেছে বাংলাদেশ। কিন্তু এখন সে বাস্তবতায় নেই। এজন্য সফরে খেলোয়াড় সংখ্যা কমানোর চিন্তা করছে বিসিবি।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘ খরচ অসম্ভব হারে বেড়ে গেছে। শুধু দেশের কথা বলছি না, অনেক কিছুরই খরচ বেড়ে গেছে। উদাহরণস্বরূপ আগে যে টিকিট ভাড়া ছিল ৩-৪ লাখ, তা এখন হয়ে যাচ্ছে ১০-১১ লাখ। হোটেল ভাড়া ছিল বড়জোর ২৫০ ডলার। সেটি এখন কমপক্ষে ৪০০-৫০০ ডলার।’

তিনি আরো বলেন, ‘এত বেশি করে দেওয়ার পরেও টিকিট পাওয়া যাচ্ছে না। খরচ একটা বড় ইস্যু। তাই আজকের সভায় আমরা বলেছি, এ খরচ কমিয়ে আনতে হবে। এতদিন আমরা যেভাবে বিদেশ সফরে পাঠিয়েছি, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে সতর্কতা স্বরূপ অনেক বাড়তি খেলোয়াড় ও স্টাফ পাঠিয়েছি। এখন আর সে পরিস্থিতি নেই। এছাড়াও যেহেতু এখন বাইরে জিনিসপত্রের দাম সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না, সেজন্য বোর্ডকে সামগ্রিকভাবে বলা হয়েছে প্রত্যেকটা বাজেট কমিয়ে আনতে।’

৪ ভাগে ভাগ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৩ জুন) রাতে প্রথম বহর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবে। এরপর ধাপে ধাপে যাবে অন্যরা।

(ঊষার আলো-এসএইস)