UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সদস্য আটক

usharalodesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  খাগড়াছড়ির দীঘিনালায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন-উপজেলার তারাবুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে সুজন চাকমা (৪৫)।

দীঘিনালা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক জানান, আটক সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিল। যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে আটক করা হয়।

ঊষার আলো-এসএ