UsharAlo logo
রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বাস উল্টে আহত ২০

ঊষার আলো
ডিসেম্বর ১৯, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  খাগড়াছড়িতে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে আলুটিলার পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে  সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক ট্যুর গ্রুপের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়িতে আসছিলেন। এ সময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে যায়।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন, আমার ধারণা চালক ঘুমিয়েছিল। এতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে। দুর্ঘটনার ১ ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়। সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস কাজ শুরু করেছে।  যান চলাচল স্বাভাবিক।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালেরে  হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঊষার আলো-এসএ