UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে বিএনপির ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে

pial
জুন ৭, ২০২২ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাসায় হামলাসহ বাড়ি-গাড়ি ভাংচুর এবং নেতাকর্মীদের মোটরবাইকে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপির ডাকা মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে বুধবার (৮ জুন) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলবে।

অবরোধের কারণে জেলা শহরের অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় শহরে প্রবেশ করেছে। তবে সাজেকগামী পর্যটকেরা বেশ বিপাকে পড়েছেন।

অন্যদিকে, ভোরে শহরের মহাজন পাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আবছার বলেন, তাদের অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদ পত্র ও বিদ্যুৎ জরুরী পরিবহন ছাড়া কোন গাড়ি চলতে দেয়া হবে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অবরোধে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)