UsharAlo logo
মঙ্গলবার, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে বাস্তুচ্যুত হয়ে যাচ্ছে মানুষ

pial
জুন ১৭, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ইউক্রেন যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আর এ যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্যসংকট দরিদ্র দেশগুলোতে আরও বেশি লোকজনকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে। এতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়ে যাবে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি বৃহস্পতিবার (১৬ জুন) এ কথা বলেন।

ইউএনএইচসিআরের প্রতিবেদন অনুসারে- ২০২১ সালের শেষ নাগাদ নিপীড়ন, সংঘাত, অপব্যবহার ও সহিংসতার কারণে বিশ্বজুড়ে ৮ কোটি ৯৩ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে। এরপর ইউক্রেন যুদ্ধের কারণে কয়েক লাখ মানুষকে তাদের ঘরবাড়ি ছাড়তে হয়েছে। আর এখন খাদ্য রপ্তানিতে বাধা দেওয়ার ফলে সৃষ্ট খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে অনেক মানুষকে বাস্তুহারা হতে হবে।

সূত্র: রয়টার্স

(ঊষার আলো-এসএইস)