UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খানজাহান আলী থানা বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

koushikkln
মে ৫, ২০২২ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খানজাহান আলী থানা শাখার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪মে  সন্ধ্যায় আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাফফারফুড মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর সভাপতিত্বে ও আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি নেতা মো. সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. মাহাবুব কায়সার, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওহিদুজ্জামান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম শুকুর, আরিফুর রহমান মন্টু, মো. সামসুর রহমান সাচ্চু, কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি নেতা মুন্সি আব্দুর রব, মো. জামাল উদ্দিন, আশরাফ ঢালী মো. আফসার শেখ, শাহাজান মীর, মোক্তার বিশ^াস, মোল্লা লোকমান হোসেন, গোলজার হোসেন, মো. খয়বার হোসেন, মো. ফকরুল, মো. জান্নাত, শেখ আনোয়ার হোসেন, মো. কায়সেদ, খলিরুর রহমান, মো. হেমায়েত, মো. হালিম, গোলাম কিবরিয়া, তৈয়ব আলী, রহমান, আজিজুর রহমান, মো. খায়ের, মো. রফিকুল ইসলাম সুজা, জাহাঙ্গির, মো. নাজমুল হুদা পলাশ, মো. সান্টু, আলী আকবার, আদু, মিরাজ, শহিদুল, ওবায়দুর রহমান, বাবর আলী, ছাত্রদল নেতা মো. আকাশসহ অনুষ্ঠানে যোগিপোল ইউনিয়ন, আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসি ২নং ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের এজেন্ট হয়ে যারা খুলনা বিএনপিকে ধংসের ষড়যন্ত্র করছে প্রকৃত তৃনমুলের বিএনপি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে তাদের সেই নিল নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবেনা। এছাড়া আগামি দিনের সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ ।