UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

খাবার না দিলে মেরে ফেলুন ; কুষ্টিয়ায় অটোরিকশা চালকদের আর্তনাদ

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারী করোনাভাইরাস এর কারণে লকডাউনের দ্বিতীয় দিনে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে।
এরই মধ্যে অটো রিকশা চালকরা (তিন চাকার ব্যাটারি চালিত) বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন ওলিগলিতে ভাড়ার জন্য আসলে পুলিশি অভিযানে বেশ কিছু অটোরিকশা গ্রেপ্তার করে মডেল থানায় নিয়ে আসে। কতটা অটোরিকশা আটক করে আনা হয়েছে সে বিষয়ে সঠিক সংখ্যা জানতে পারা যায় নি।
নিরূপায় অটোরিকশা চালকরা থানার সামনের সড়কে (এনএস রোড) আর্তনাদে ফেটে পড়ে। এই লকডাউনে হয় আমাদের খেতে দেন, নইলে মেরে ফেলুন!
এ বিষয়ে থানা পুলিশের সাথে একাধিকবার যোগাযোগ করেও কারোর কাছ থেকে সদুত্তোর পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত অটোরিকশাগুলো থানায় আটক ছিল।

(ঊষার আলো-এমএনএস)