UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খামেনির হিব্রু ভাষায় এক্স একাউন্ট আবার সচল

usharalodesk
অক্টোবর ৩১, ২০২৪ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হিব্রু ভাষায় এক্স একাউন্ট আবার সচল হয়েছে। এই সপ্তাহের শুরুতে হিব্রু ভাষার এক্স একাউন্ট চালু করেছিলেন খামেনি।  কিন্তু এর একদিন পরই সেটা ‘বাতিল’ হয়ে যায়।

খামেনির একাউন্ট বাতিল হওয়ায় সামাজিকমাধ্যমে হৈচৈ পড়ে যায় ইসরাইলিদের। প্রচুর ট্রল আর মিম তৈরি হয় এটা নিয়ে।

কিন্তু বুধবার (৩০ অক্টোবর) তেল আবিব ভিত্তিক সংবাদমাধ্যম ইয়ানেট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলিদের আনন্দ স্থায়ী হচ্ছে না, কারণ অ্যাকাউন্টটি এখনও ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে । অবশ্য ২৮ অক্টোবর দৃশ্যমান ছিল না একাউন্টটি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে এক্স কর্তৃপক্ষও কিছু জানায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্টটি সরানো হয়েছে এবং তারপর পুনরুদ্ধার করা হয়েছে নাকি কখনও সরানো হয়নি তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত একাউন্টটিতে দুটি পোস্ট রয়েছে। অনুসারী রয়েছে ২৪ হাজারের বেশি।

প্রথম পোস্টে লেখা হয়, ‘পরম করুণাময় ও করুণাময় আল্লাহর নামে’। দ্বিতীয় পোস্টে ইরানের মাটিতে ইসরাইলের হামলার প্রতিক্রিয়া জানানো হয়।  ওই পোস্টে খামেনি লিখেন, ‘ইহুদিবাদী শাসক একটি ভুল করেছে, এবং ইরান সম্পর্কে তার গণনায় ভুল করেছে। ইরানি জাতির শক্তি, সামর্থ্য, উদ্যোগ ও আকাঙ্ক্ষা কী তা আমরা তাদের বোঝাব’।

যদিও ইরান সরকার এবং শীর্ষকর্মকর্তাদের এক্স বা টিকটকের অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, তবে এগুলো আন্তর্জাতিক বিশ্ব বা ইরানিদের সাথে আনুষ্ঠানিক খবরাখবর প্রচারের উদ্দেশ্য। অন্যদিকে, হিব্রু ভাষায় খামেনির একাউন্টটি, বিশেষত ইসরাইলি নাগরিকদের জন্য বলা হয়েছে।  শুধু হিব্রু নয়, বাংলা এবং ফার্সি, আরবিসহ বিভিন্নভাষায় খামেনির একাউন্ট রয়েছে।

ঊষার আলো-এসএ