UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

খুকৃবিতে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন 

koushikkln
মার্চ ২৬, ২০২১ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২৬ মার্চ ১৯৭১ সাল। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্রের ঋতুরাণী বসন্তের অগ্নিঝরা দিনটি বাঙালী জাতির এক অনবদ্য চিরস্মরণীয় দিন। এ বছর দিবসটির আরও ভিন্ন মাত্রা যোগ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষ। দিবসটি আড়ম্বরপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের (খুকৃবি) পক্ষ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ি স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার (২৬ মার্চ)  বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে খুকৃবি পরিবারের বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শেষে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান এর পক্ষে বিশ^বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ খুলনা মহানগরীর গল্লামারীস্থ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার (শাহাজান), বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দলের পক্ষ থেকে আহবায়ক ডাঃ মোঃ আশিকুল আলম ও সদস্য সচিব ড. এম এ হান্নান, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা, সংক্ষিপ্ত আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।