UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুবি’র নবনিযুক্ত ভিসিকে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের ফুলেল শুভেচ্ছা

ঊষার আলো
জুন ২, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেনকে বুধবার (২ জুন ) বেলা ১১টায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এ কে এম মফিজুল ইসলাম, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এস এম কবীরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শরীফ মাহমুদ হাসান চিস্তী, মহানগর মহিলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি পারভীন হাসমত, সাধারণ সম্পাদক জেসমিন নাহার লাকী, সহ-সভাপতি আফরোজা আক্তার, বীর মুক্তিযোদ্ধা মোল্লা জহুরুল হক প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ তাঁর দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গণ সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করেন।

(ঊষার আলো-এমএনএস)