UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুবি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আজ ০৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকাল ৯.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর মোছা. তাছলিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়।

পরে বেলা ১টায় ক্রীড়া প্রতিযোগিতার ২৯টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠান থেকে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের (১ম থেকে ৯ম শ্রেণি) মেধাবী ২৭ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে দূরন্ত টিভির কুইজ শো ‘সবজান্তা’ এর তৃতীয় ধাপে উন্নীত হওয়া শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।