UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারী গ্রেফতার

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় রূপসায় অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী মো: হিমেল হাওলাদার ওরফে সোহাগ (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার খুলনার রূপসা থানাধীন শ্রীফলতলা ক্যাম্প পুলিশ রূপসার আইচগাতী নবপল্লী এলাকা হতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরবর্তীতে বৃহস্পতিবার অপহৃত ৬ষ্ঠ শ্রেনী ছাত্রীকে উদ্ধার করা হয়। গত ৯ এপ্রিল রূপসা খান মোহাম্মদপুর সাকিনস্থ্য থেকে স্কুল ছাত্রীকে সোহাগ অপহরণ করেন।
খুলনার রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানায়, ভিকটিম ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী। সে স্কুলে যাতায়াতকালে গ্রেফতারকৃত সোহাগ বিভিন্ন সময় ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভিকটিমের বাবা মা বিষয়টি জানার পর সোহাগকে অনুরোধ করে যেন সে ভিকটিমকে আর উত্যক্ত না করে। কিন্তু সোহাগ আরো ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা থানাধীন খান মোহাম্মদপুর সাকিনস্থ্য এলাকা হতে ভিকটিমকে অপহরন করে নিয়ে যায়। এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঊআ-বিএস