খুলনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ৪৮ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছেন। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মিলে গত ৪৮ ঘন্টায় মোট ২১ জনকে আটক করা হয়েছে। কেএমপির এডিসি (মিডিয়া) মোহা: আহসান হাবীব বিষয়টি আজ শনিবার নিশ্চিত করেছেন।
কেএমপির সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ৩ জনেক গ্রেফতার করে। এছাড়া আগের দিন ১৩ ফেব্রুয়ারি অভিযানে ১৮ জনকে গ্রেফতার করে। কেএমপির সূত্রে মতে, ১৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে খুলনা মহানগরীর হাজী ইসমাইল লিংক রোড এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক গাজীর পুত্র মো: মিলন গাজী (৩০), ছোট বয়রা এলাকার বাসিন্দা মৃত শেখ মুনসুর আলীর পুত্র শেখ মিরাজুল ইসলাম (৪৫) এবং মানিকতলা পোড়া বস্তির এলাকার বাসিন্দা মো: শহিদুল ইসলাম এর পুত্র মো: রসুল (৩৫)। এছাড়া ১৩ ফেব্রুয়ারিতে ১৮ জন গ্রেফতারের মধ্যে আড়ংঘাটা এলাকার বাসিন্দা মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মো: রানা চৌধুরী (৩৯), বাগরমারা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম পলাশ (৪০), হাজী মহাসিন রোড এলাকার বাসিন্দা মৃত খলিল হোসেন এর পুত্র বেল্লাল হোসেন (৬০), মিয়া পাড়া এলাকার বাসিন্দা আ: কুদ্দুস মিয়ার পুত্র হাবিবুবর রহমান মিনা (৭৫), মো: হাবিবুর রহমান মিয়ার স্ত্রী লতিফুন্নেছা (৬৫), কসাই কলামের পুত্র মো; রেজাউল করিম, বানিয়াখামার এলাকার বাসিন্দা আবুল বাশার এর পুত্র মো: রফিক (৩৮), সাচিবুনিয়া সরদার বাড়ি এলাকার বাসিন্দা মৃত লরবিন্দু সরদার এর পুত্র নারায়ন চন্দ্র সরকার (৬০), বয়রা বাজার এলাকার বাসিন্দা মৃত শেখ জালাল এর পুত্র শেখ রাফিউল্লাহ (৬০), শেখ পাড়া লোহাপট্টি এলাকার বাসিন্দা মৃত জলিল সরদার এর পুত্র মো: এস এম পান্না সরদার (৩৭), আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা আলাউদ্দিন ফরাজীর পুত্র মো; সোহাগ ফরাজী (৩২), আমির আলীর পুত্র মো: শুকুর আলী (২৬), মোহাম্মদ নগর তকিম সড়ক এলাকার বাসিন্দা মো: রুস্তুম আলীর পুত্র মারুফ আহম্মেদ সুজন (২২), আড়ংঘাটা থানাধীন এলাকার বাসিন্দা মো: শেখ বজলুর রহমান এর পুত্র মো: সোহাগ শেখ (৪২), শিরোমনি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা মৃত শেখ নেসার উদ্দিনের পুত্র শেখ সামছুর রহমান (৫০), নিউজপ্রিন্ট গেট এলাকার বাসিন্দা মো: ইদ্রিস এর পুত্র মোস্তফা শিকদার মোস্ত বাউল (৫৩), পিপলস কলোনী এলাকার বাসিন্দা মৃত ওয়াজেদ আলীর পুত্র মরিয়ম বেগম (৫২) এবং আলতাপগোল লেন এলাকার বাসিন্দা মো: নাসির উদ্দীন দেওয়ান এর পুত্র সোহাগ দেওয়ান (৪১)।
কেএমপির এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্নভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশব্যাপী শুরু হয়েছে “অপারেশন ডেভিল হান্ট”। মহানগরী খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকান্ডসহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান চলছে।
ঊআ-বিএস