UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় অস্ত্র-গোলাবারুদ এবং বোমাসহ সন্ত্রাসী গ্রেফতার

koushikkln
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস আভিযানিক টীম আজ বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর খুলনা সদর থানাধীন নিরালা আবাসিক এলাকা থেকে সন্ত্রাসী মো: শান্ত ইসলাম (২৫) এবং মো: আলিমুল হোসেন (২০) কে গ্রেফতার করেছেন।

এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন, ১ টি শটগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল সাদা রংয়ের হটপটের ভিতরে রক্ষিত লাল-কালো কসটেপ দ্বারা মোড়ানো ২টি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শান্ত ইসলাম যশোর জেলার বাসিন্দা রেজাউল ইসলামের পুত্র এবং আলিমুল হোসেন একই জেলার বাসিন্দা মৃত মুরাদ হোসেন মুন্নার পুত্র। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কেএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরের কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোহাম্মদ মনিরুজ্জামান মিঠু। এ সময় তিনি বলেন, অস্ত্র দ্বারা সাম্প্রতিক অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা? আসামীদ্বয়কে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত, উদ্ধারকৃত বোমা দ্বারা কোথায় হামলার পরিকল্পনা ছিল, বোমা তৈরীর উপকরণ কার কাছ থেকে সংগ্রহ করেছে এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত অন্যান্য সহযোগী সন্ত্রাসীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের জন্য অভিযান চলমান আছে।