UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল : বিভিন্ন থানায় গ্রেফতার ২৮

ঊষার আলো প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যােগে ঝটিকা মিছিল অংশ গ্রহনকারীদের গ্রেফতারে পুলিশ ও গোয়ন্দা বিভাগের অভিযানে ২৮ জন কে গ্রেফতার করেন। রাত পৌনে ১১ টা পর্যন্ত কেএমএপি ৯ থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদেরকে আটক করা হয়।
কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা সদর থানায় ৩ জন, সেনাডাঙ্গা মডেল থানায় ৮ জন, লবনচরা থানায় ৪ জন, খালিশপুর থানায় ৩ জন, হরিনটানা থানায় ১ জন, দৌলতপুর থানায় ২ জন, খানজাহান আলী থানায় ৩ এবং ডিবিতে ৪ জন রয়েছে। তিনি বলেন, কেএমপির এ অভিযান অব্যহত থাকবে।

দুপুরে সোনাডাঙ্গা থানা পুলিশ আওয়ামী লীগের এক কর্মিকে গ্রেফতার করে।তিনি জানান, অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, খুলনা মহানগরী হরিনটানা থানাধীনসহ বিভিন্ন স্পটে আওয়ামী লীগোর ঝটিকা মিছিল বের হয়। এর পর থেকে মিছিলে অংশ গ্রহনকারীদের গ্রেফতারের জন্য কেএমপির বিভিন্ন থানা পুলিশে অভিযানে নামে।

 

ঊআ-বিএস