UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় আ’লীগের ঝটিকা মিছিল : পৃথক তিন থানার মামলায় গ্রেফতার ৩৯ জন

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে পৃথক তিন থানার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কেএমপির খালিশপুর থানায় ৭ জন, হরিণটানা থানায় ২২ জন এবং আড়ংঘাটা থানায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করে কেএমপির এডিসি মোহাম্মদ আহসান হাবিব ( মিডিয়া) বলেন, রোববার খুলনায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্রে করে খালিশপুর, হরিণটানা ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এই সব মামলায় দুপুর ২টা পর্যন্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরা রয়েছেন। খুলনার ৪টি স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে পুুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে পৃথক তিনটি মামলায় কতোজনকে আসামি করা হয়ে তা তিনি কাগজপত্র না দেখে বলতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর  হোসেন, ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম, শিরোমনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুর ইসলাম, ১৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১৬নং ওয়ার্ড গাবতলা ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবুজার অনিক, যুবলীগের সদস্য মোঃ রকিবুল ইসলাম, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবলীগ সদস্য রুহুল আমিন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী মো. ওয়ালিদ হাসান ইমন।

ঊআ-বিএস