খুলনা মহানগর ডিবি পুলিশের অভিযানে ৩০নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে হবিকে (৫৭) হত্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড় টার দিকে রূপসা স্ট্যান্ড রোড ডাক্তার গলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদ মোল্লার পুত্র।
কেএমপির ডিবি ওসি তৈমুর ইসলাম সোমবার জানান, তার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রূপসা স্ট্যান্ড রোড ডাক্তার গলি এলাকা থেকে ৩০নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে হবিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হবি খুলনা সদর থানার এফআইআর নং-১২, তারিখ-০৯ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৩৫৮, তারিখ-০৯ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ০৮.৩৫ ঘটিকা, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী। এছাড়াও উক্ত আসামী ৩০নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি ছিলেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার অভিযোগ রয়েছে।
ঊআ-বিএস