UsharAlo logo
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ককটেলসহ সন্ত্রাসী গ্রেফতার

ঊষার আলো
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার লবণচরা থানার মোক্তার হোসেন রোড এলাকা থেকে ছয়টি ককটেলসহ মোঃ রাসেল গাজী (৩৪) নামে একজন গ্রেফতার হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৬ এর একটি টিম এ উদ্ধার-গ্রেফতার করেছে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

র‌্যাব জানায়, আসামি রাসেল মোক্তার হোসেন রোড সংলগ্ন খালপাড়ের বাসিন্দা। মাদক কারবারীদের অবস্থান সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০ টার পরে ওই এলাকায় অভিযান চালানো হয়, তখন বিস্ফোরকসহ সে গ্রেফতার হয়।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, জনৈক বাদশা মন্ডল নামের এক ব্যক্তির দোকানের সামনের সড়কে আসামি অবস্থান করছিল। তার হাতে থাকা বাজার করা ব্যাগে লুকানো ছয়টি ককটেলসহ সে গ্রেফতার হয়েছে। তাকে আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করার পাশাপাশি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।