UsharAlo logo
শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় কলেজ ছাত্রীসহ তিন জনের আত্মহত্যা

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা ১২ ঘন্টার ব্যবধানে তিন জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। একজন কলেজ ছাত্রীসহ আরও দুই যুবক আত্মহত্যা করেছে।

ফ্যানের সাথে ওড়না পেচিয়ে কলেজ ছাত্রী সিজ্যেতি ভৌমিক (১৮) আত্মহত্যা করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে গিলাতলা মক্তবের মোড় সরোয়ার শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। সে গিলাতলা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একাদশ শ্রেণীর পড়তো৷ নিহত কলেজ ছাত্রী দিঘলিয়া উপজেলা রাধা মাধবপুর গ্রামের বাসিন্দা ও মানিক চন্দ্র ভৌমিকের কন্যা।
খুমেক হাসপাতাল সুত্রে জানা যায, শনিবার রাত ১২ টার পর যে কোন সময় খুলনা মহনগরীর খানজাহানআলী থানাধীন গিলাতলা মক্তবের মোড়ে কলেজ ছাত্রী সিজ্যোতি ভৌমিক নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে আত্মহত্যা করেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

খুলনায় আরও এক ব্যক্তি ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তার নাম রাকিব(২৪)। সে নগরীর লবনচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা নামক এলাকায় বাসিন্দা বাদশার পুত্র।

খোজ নিয়ে জানা যায়, আজ রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় খুলনা মহানগরীর লবণচরা থানাধীন মোক্তার হোসেন রোড আমতলা জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া রাকিব অজ্ঞাত কারণে নিজরুমে ওড়না দিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন গলায় ফাঁস দেওয়ায় অবস্থায় ঝুলতে দেখে তাকে নামিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত (ব্রডডেড) ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আছে। এ সংক্রান্তে লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এছাড়াও খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১টার দিকে খুলনা সোনাডাঙ্গা থানাধীন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রেল লাইনের ওপর তার লাশ পড়ে ছিল।
খুলনা রেলওয়ের এসআই মো: জাহাঙ্গীল আলম প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তিনি বলেন, ওই অজ্ঞাত ব্যক্তি দুপুর ১২টা ৫৫ মিনিটে রেল লাইনের পাশে বসেছিলেন। খুলনা রেলস্টেশনে সাগড় দাড়ি নামক একটি ট্রেন ওয়াস রূমে যাওয়ার সময় ওই লোকটি এসে রেলের পার্টিতে মাথা দিয়ে দেন। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

এছাড়াও খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১টার দিকে খুলনা সোনাডাঙ্গা থানাধীন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রেল লাইনের ওপর তার লাশ পড়ে ছিল।
খুলনা রেলওয়ের এসআই মো: জাহাঙ্গীল আলম প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে তিনি বলেন, ওই অজ্ঞাত ব্যক্তি দুপুর ১২টা ৫৫ মিনিটে রেল লাইনের পাশে বসেছিলেন। খুলনা রেলস্টেশনে সাগড় দাড়ি নামক একটি ট্রেন ওয়াস রূমে যাওয়ার সময় ওই লোকটি এসে রেলের পার্টিতে মাথা দিয়ে দেন। এ সময় তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

ঊআ-বিএস