UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় কোমরের অভিনব কায়দায় ৫০ ভরি সোনার বকলেস, আটক ২

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় অভিনব কায়দায় ৫০ ভরি সোনার বকলেসসহ দুই জনকে আটক করেছেন কেএমপি পুলিশ।
পুলিশের তৎপরতার কারণে অভিনব পন্থা অবলম্বন করছে স্বর্ণ পাচারকারীরা। পেটে বা পায়ু পথে নয় এবার কোমরের বেল্টের সোনার বকলেসসহ পুলিশের হাতে গ্রেপ্তার হল দু’পাচারকারী। আজ সোমবার ( ২ ডিসেম্বর) সকালে নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া মোড় থেকে আনুমানিক ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়। দু’পাচারকারীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুজ্জামান।

গ্রেপ্তার হওয়া দু’পাচারকারী হল, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬)।

লবণচারা থানার ওসি বলেন, সকাল ৮ টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। এর আগে আামাদের কাছে তথ্য ছিল ওই পরিবহনে দু’জন যাত্রী স্বর্ণ পাচারের জন্য সাতক্ষীরা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোষ্ট বসাই। যথা সময়ে ইমাদ পরিবহণের ওই গাড়িটি সাচিবুনিয়ায় পৌঁছালে দাড়ানোর সিগনাল দিলে গাড়িটি দাড়িয়ে যায়। আমরা যাত্রীদের তল্লাশি করতে থাকি। এক সময় দু’জন যাত্রীর আচরণ সন্দেহ হলে গাড়ি থেকে নামিয়ে তাদের জিজ্ঞাসা করি। স্বর্ণের বারের ব্যাপারে তারা অস্বীকার করে। একপর্যায়ে এক্সরে করার কথা বললে স্বীকার করে তাদের কাছে স্বর্ণ আছে।

তিনি বলেন, এবার তারা পেটে নয়। পাচারের জন্য তারা নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। নিজেরা সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করে। যেন কেউ বুঝতে না পারে। আবার ওই বকলেসের ওপর তারা রূপার রংয়ের আবরণ করে দেয়।
তিনি বলেন, তাদের দু’জনের কাছ থেকে দু’টি সোনার বকলেস ও একজনের কাছ থেকে একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

ঊ-আ/এইচআর