UsharAlo logo
রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছুটিতে বাড়িতে অসুস্থ হয়ে মাগুরা জেলা ডিবির ওসির মৃত্যু

ঊষার আলো- ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হয়ে মাগুরার জেলা ডিবির ওসি মো: রাশেদুল আলম (৪৮) মারা গেছেন। আজ শনিবার ( ১৮ জানুয়ারি) দুপুর ২টায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শেষে দুপুর সোয়া ৩টায় তাকে মৃত ঘোষনা করেন।

জানা যায়, মৃত ওসি ডিবি রাশেদুল আলম চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা থানাধীন আঠার খাদা নামক গ্রামের বাসিন্দা মোঃ-ইউনুস আলীর পুত্র। সে ১৫ দিনের ছুটিতে খুলনায় এসেছিলেন৷ বাসা থাকা অবস্থায় দুপুরে তার

বুকে ব্যথা অনুভব বেশি হলে পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে দুপুর সোয়া ৩টায় নিয়ে আসেন । জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বঘোষণা করে । তিনি দীর্ঘদিন যাবত বুকে ব্যথায় অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানায়। তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ঊ/আ-এইচআর