খুলনা মহানগরীর কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর (২৯) ওরফে বেলাল হোসেনকে অস্ত্র ও গোলাবারুদ সহ সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গ্রেফতার করেছেন। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ডগুলি ভর্তি একটি ম্যাগজিন ও একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানায় পুলিশ প্রেস বিফ্রিং করেন। প্রেস বিফ্রিংয়ে কেএমপি’র উপ-পুলিশ কমিশানর ( দক্ষিন) মো: মনিরুজ্জামান মিঠু এ সব তথ্য তুলে ধরেন।
প্রেস বিফ্রিংয়ে উল্লেখ করা হয়, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ১৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর সিএন্ডবি কলোনীর খেলার মাঠে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি সাগরকে দেখতে পায়। এসময় সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তার কাছে থাকা পিস্তল পুলিশের দিকে তাক করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ কৌশলে নগরীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি ১ টি ম্যাগজিনসহ ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেফতারকৃত কুখ্যাত হাড্ডি সাগর ৩য় শীর্ষ সন্ত্রাসী। এর আগে তাকে গ্রেফতারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা। আসামীকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সহযোগী আসামীদেরকে গ্রেফতারের এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে । এ সংক্রান্তে তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত হাড্ডি সাগরের বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ৭ টি মামলা রয়েছে।
ঊ/আ-এইচআর