UsharAlo logo
বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনরা ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো: নাঈম সানা (২০) নামে এক যুবক আহত হয়েছে। তার ডান পাজরে গুলিবৃদ্ধ হয়। আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডুমুরিয়া উপজেলা শরাপপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন।

খুমেক হাসপাতালের সূত্র মতে, খুলনার ডুমুরিয়া থানাধীন সড়াপপুর বাজার সংলগ্ন অটো রাইস মিলের সামনে ৫-৬টি অজ্ঞাতনামা GPX Demon 165cc Black Color মোটরসাইকেল যোগে এসে মো: নাঈম সানাকে লক্ষ্য গুলি করে।

এ সময় তার ডান পাজরে গুলিবৃদ্ধ হয়। পরে তার আত্মীয় স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টায় খুমেক হাসপাতালে নিয়ে আসেন। আহত সানাকে সার্জারী বিভাগে ( ইউনিট-২) এর ১১-১২ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন সে এখন আশংকামুক্ত।

ঊ/আ-এইচআর