শনিবার রাত ১০টার দিকে খুলনা মহানগীর সদরথানাধীন মিস্ত্রীপাড়া খালপাড় রোড রসুলবাগ মসজিদের সামনে দুর্বৃত্তদের গুলিতে শাহিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন ।
সে নগরীর ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
শাহিন মিস্ত্রিপাড়া খালপার রোড এলাকার বাসিন্দা জোনাব আলীর পুত্র৷ খোজ নিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ৮/১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটর সাইকেল যোগে এসে শাহিনকে গুলি করে পালিয়ে যায় । এতে তার পিঠের ডান সাইডে গুলি বিদ্ধ হয় এবং বাম কানে গুলি লেগে কানের একটা অংশ ছিড়ে যায়। ঘটনাস্থল থেকে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন৷ তাকে হাসপাতালে সার্জারী -২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন। রোগীর গুলিবিদ্ধ গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তার আত্মীয় স্বজন শাহিন কে বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে খুলনা থানার ওসিকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।